হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১০টায় টঙ্গীর বর্ণমালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়েন। 
এ সময় মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মরদেহটির পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মধ্যরাতে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

আজ সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলেন, গতকাল রাতে ট্রেন আসার আগেই লাইনে বসে ছিলেন ওই ব্যক্তি। এ সময় স্থানীয়রা তাঁকে রেল লাইন থেকে সরে যেতে বললেও বসে থাকেন তিনি। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ আজ সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

অপরদিকে, আজ সোমবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় অজ্ঞাত (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

আজ দুপুরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করেছে নিয়ে যায়। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, পৃথক দুইটি ঘটনায় মরদেহ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু