হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে বন্দী মাদক মামলায় দণ্ডিত পাকিস্তানি নাগরিকের মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ বন্দী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিদেশি এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদি পাকিস্তানের নাগরিক। গতকাল শুক্রবার বিকেল ৫টায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পাকিস্তানে পাঠানোর জন্য সংরক্ষণ করতে আজ শনিবার ঢাকার মর্গে পাঠানো হচ্ছে। 

মারা যাওয়া কয়েদি হলেন পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬৫)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার আমিরুল ইসলাম। 

জেল সুপার জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে কয়েদি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে পড়ন। পরে তাঁকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ছিল। 

জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারাবিধি অনুয়ায়ী লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর লাশ পাকিস্তানি অ্যাম্বেসির মাধ্যমে পাকিস্তানে পাঠানো হবে। এ জন্য লাশ মরচুয়ারিতে সংরক্ষণ করতে হবে। কিন্তু গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মরচুয়ারি না থাকায় লাশ সংরক্ষণের জন্য আইনি প্রক্রিয়া শেষে আজ ঢাকায় পাঠানো হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত