হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুর রহিম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম নারায়ণগঞ্জ সদর থানার মহসিনাবন্ধ পূর্ব এলাকার মৃত আবির মিস্ত্রীর ছেলে। হাজতবাসের আগে গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদ গর এলাকায় থাকতেন তিনি। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার অর্পণ চৌধুরী বলেন, ‘ছিনতাই ও চাঁদাবাজি মামলায় তাঁকে গত ৩০ নভেম্বর ওই কারাগারে নেওয়া হয়। এর আগে তিনি গত ১৪ নভেম্বর থেকে গাজীপুর জেলা কারাগারে ছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।’ 

জেলার বলেন, ‘তিনি শ্বাস কষ্ট ও হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’ 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাদেকা আফরিন লুচি বলেন, ‘তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার অন্তত দেড়-দু ঘণ্টা আগেই তিনি মারা গেছেন। নিহতের লাশটি শক্ত হয়ে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা