হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মোঘর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।

আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।

কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।

সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা