হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ  

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহের মোহনগঞ্জগামী মহুয়ান এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। 

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করে। পরে বরমী এলাকার মাইজপাড়ায় গিয়ে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে বন্ধ হয়ে যায়।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বরমী এলাকার মাইজপাড়ায় পৌঁছে বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল হওয়া ট্রেন উদ্ধারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

স্টেশন মাস্টার আরও বলেন, ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি

গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জনতার দলের প্রতিনিধিকে জরিমানা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার