হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে দিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গাজীপুরে রেলপথ অবরোধ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের মারিয়ালি এলাকায় রেলপথ অবরোধ করেন তাঁরা। এ সময় ঢাকা-রাজশাহী রেলপথে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জয়দেবপুর-শিববাড়ি-শিমুলতলী সড়কে ডুয়েটের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মিছিলসহ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দিকে অগ্রসর হন। পথে ওই সড়কের তিতাস গ্যাস কোম্পানি এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেন। বেলা সাড়ে ৩টার দিকে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি তাঁদের অবরোধের মুখে পড়ে।

কোটা আন্দোলনের কারণে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-শিববাড়ি সড়ক অতিক্রমের আগমুহূর্তে অবরোধকারীদের সামনে পড়ে। এ কারণে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ মিছিলসহ জয়দেবপুর-শিববাড়ি সড়ক ধরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দিকে অগ্রসর হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এসে মিলিত হন তাঁরা। শিক্ষার্থীরা বলেন, তাঁরা চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করবেন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা