হোম > সারা দেশ > গাজীপুর

স্বামী-স্ত্রীর একই সঙ্গে আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ফাঁসিতে ঝুলে একই সঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার সফিপুর আহমদনগর চৌরাস্তা এলাকার ভাড়া বাসায় তাঁরা আত্মহত্যা করেন বলে জানা যায়। 

নিহতরা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নিচু কাতিলা থানার ইসলামের ছেলে আকাশ (২১) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাশিপুর থানার রনি মিয়ার মেয়ে সালমার তারা আইরিন (১৮)। 

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, আকাশ-আইরিন দম্পতি এক মাস আগে আহমদনগর চৌরাস্তা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করা শুরু করেন। আইরিন একটি স্থানীয় কারখানায় চাকরি করতেন এবং তাঁর স্বামী আকাশ অটোরিকশা চালাতেন। দুই মাস আগে বিয়ে করেন তাঁরা। বিয়ের আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আজ শনিবার সকালে তাঁদের ঘরের দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজন অনেক ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে লক্ষ্য করলে দেখা যায় তাঁরা দুজনে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, ঘর ভেতর থেকে তালাবদ্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী দুজনেই। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০