হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অটোরিকশা উল্টে শিশু নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আজ সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মাসহ দুজন আহত হন। এতে স্থানীয় লোকজন বাসটি আটকে রেখে আগুন ধরিয়ে দেন। আজ সোমবার সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ন পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস সন্ধ্যার দিকে সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে শিশুযাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় শিশুটির মাসহ দুজন আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা বাসটি আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি কায়সার আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন