হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে মিছিলটি বের করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌধুরী পাম্পের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল হাসান। কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হোসেন আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, গাজীপুর জেলা সেক্রেটারি মো. সফি উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মহিউদ্দিনসহ মহানগর জেলা এবং বিভিন্ন থানা শাখার নেতারা।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব