হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকেও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৃথক ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনি ও রোববার এ ঘটনাগুলো ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আজ সোমবার নজরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নজরুল একটি মার্কেটে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলার এজাহারে জানা গেছে, শনিবার ভোরে জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ির উদ্দেশে বের হন তিনি। একপর্যায়ে অভিযুক্ত নজরুল জোর করে তাঁকে একটি গলির মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

অন্যদিকে রোববার সন্ধ্যায় বাসন থানা এলাকায় একটি স্টুডিওতে ছবি তুলতে যাওয়া পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্টুডিওর কর্মচারী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর বাবা বাসন থানায় মামলা করেছেন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ