হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অসহযোগের মধ্যেই কাজে যোগ দিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা

গাজীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে আজ রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে। তবে, কারখানার বাইরে ছাত্র আন্দোলন চলমান থাকায় শ্রমিকেরা যে কোনো সময় বাইরে চলে আসতে পারেন বলেও আশঙ্কা করছেন কারখানা মালিকেরা। 

আজ রোববার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

স্প্যারো অ্যাপারেলসের প্রধান উৎপাদন কর্মকর্তা (সিওও) শরিফুল রেজা বলেন, সকাল থেকে প্রতিদিনের মতো শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। সব সেকশনে উৎপাদন চলমান আছে। আশপাশের কারখানায়ও কাজ চলছে। কোনো সমস্যা নেই।

সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, শ্রমিকেরা সকালে কাজে যোগদান করেছে। কারখানায় উৎপাদন পুরোদমে চলছে। এখনো কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘কারখানার আশপাশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শ্রমিকেরা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বা তারা কারখানায় কাজে থাকবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত আছি।’

ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আলমগীর জানান, তাঁর কারখানায় শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো সমস্যা নেই। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরের সকল পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো রোববার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও সমস্যা হয়নি। 

তিনি আরও বলেন, আমরা কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি করেছি। গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য