গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের পিটুনির প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তী সময়ে সেটি হাউস বিল্ডিং হয়ে আজমপুরে এসে শেষ হয়। এতে ৩০-৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলকালে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিস্টদের ঠাঁই নাই, বাংলার বুকে ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচার চাই, আমরা ভাইয়ের উপর হামলার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
এদিকে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।