হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিক্ষোভ, বিপুল সেনা মোতায়েন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বন্দীদের স্বজনেরা কারাগারের বাইরে ভিড় করলে দিনভর উত্তেজনা বিরাজ করে। 

কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর একটি মহিলা কারাগারসহ চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। তার মধ্যে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসি ও যাবজ্জীবনসহ দুর্ধর্ষ আসামিরা বন্দী রয়েছেন। এ ছাড়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতা-কর্মীও ওই কারাগারে রয়েছেন। 

তবে, অপর একটি সূত্রের দাবি, কারাগারের ভেতর নানা অনিয়ম ও বন্দীদের মারধরের অভিযোগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দীরা বিক্ষোভ করেন। পরে সেখানে অতিরিক্ত সেনাসদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

কারা সূত্রের দাবি, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কিছু বন্দী কারাগারের ভেতর থাকা কারারক্ষীদের জিম্মি করে মুক্তি দাবিতে বিদ্রোহ শুরু করেন। পরে কারারক্ষীরা তাঁদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগে থেকেই কারা অভ্যন্তরে অল্পসংখ্যক সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তাঁরাও বন্দীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উত্তেজনা বেড়ে গেলে দেড়টার দিকে আরও সেনাসদস্য হেলিকপ্টারযোগে কারা অভ্যন্তরে এসে বন্দীদের নিয়ন্ত্রণ ও শান্ত করেন। 

এদিকে কারা অভ্যন্তরে বিদ্রোহের খবর পেয়ে বন্দীদের স্বজনরা সকাল থেকে কারাগারের সামনে অবস্থান করেন। এ সময় তাঁদের সঙ্গে আন্দোলনকারীরা যোগ দিয়ে বিক্ষোভ করেন। এর মধ্যে কারাগারের বাইরে একটি ঝুটগুদামে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের বাইরের বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।

এ বিষয়ে জানতে কাশিমপুর হাই সেকেন্ডারি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালাকে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। 

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কারাগারের ভেতর কারাবন্দীদের বিক্ষোভের খবর শুনে কাশিমপুর কারাগার এলাকায় অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও শান্ত রয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০