হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ

‘অতিরিক্ত গরমে’ গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে আরবেলা ফ্যাশন নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়ার পরপরই কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বিস্তারিত জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত গরমে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন। 
অসুস্থদের মধ্যে হালিমা (২৪), সিনথিয়া (২৬), শিল্পী (২২), স্বপ্না আক্তার (২৪) নাসরিন (৩২) আলেয়া খাতুন (২০), মাজেদা খাতুন (২২), রুনা আক্তার (২৮) লিপি (৩২), ঝর্ণা খাতুনের (২৪) নাম জানা গেছে। অন্য শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।

কারখানায় নারী শ্রমিক তাসলিমা খাতুন বলেন, ‘হঠাৎ আমার পাশের একজন শ্রমিক ঢলে পড়েন। এভাবেই কিছুক্ষণের মধ্যে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সবাই ছোটাছুটি করে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

অটোরিকশাচালক মো. আকরাম হোসেন বলেন, ‘তিনজন নারী শ্রমিককে আমার অটোরিকশায় করে হাসপাতালে রেখে এসেছি। তাঁরা অচেতন অবস্থায় ছিলেন। তাঁদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখেছি। এ রকম আরও অনেকে অটোরিকশায় করে বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগী নিয়ে গেছেন।’ 
আরবেলা ফ্যাশন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আহমদ সাগর বলেন, অসুস্থ হওয়ার পরপরই সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। ধারণা করছেন, অতিরিক্ত গরমের কারণে এ ঘটনা ঘটেছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন নারী শ্রমিক ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। কী কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ