হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে চালকলে ডাকাতি, অচেতন অবস্থায় ১৫ শ্রমিক উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে চালকলে ডাকাতির সময় চেতনানাশক দ্রব্য পান করানোয় অসুস্থ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি চালকলে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল শ্রমিকদের বেঁধে চেতনানাশক দ্রব্য পান করিয়ে টাকা ও মালপত্র লুটে নিয়ে যায়। পরে সেখান থেকে অসুস্থ অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার পাঁচলক্ষ্মী এলাকায় সোহাগ অ্যাগ্রো ফুড লিমিটেডের চালকলে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাত দল টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, চালকলের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে অন্তত ২৫ জন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢোকে। প্রথমে তারা নিরাপত্তাকর্মীর হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে বিভিন্ন কক্ষে থেকে শ্রমিকদের ধরে এনে হাত, পা ও মুখ বেঁধে জোর করে চেতনানাশক দ্রব্য মেশানো পানি পান করিয়ে সবাইকে অচেতন করে ফেলা হয়। কেউ পানি পান না করলে তাঁকে ব্যাপক মারধর করা হয়। এ সময় ডাকাত দল সোহাগ অ্যাগ্রোর কার্যালয় থেকে এক লাখ টাকা, দুটি কম্পিউটার, একটি ল্যাপটপসহ বিভিন্ন মালপত্র লুট করে।

চালকলের নিরাপত্তাকর্মী হানিফ বলেন, ‘রাত ২টার দিকে দুজন লোক ভেতরে ঢোকে। আমি জিজ্ঞেস করলে আরও কয়েকজন এসে আমাকে ধরে হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।’

সোহাগ অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপক রাইসুল ইসলাম রিপন বলেন, ‘ডাকাতির ঘটনায় আমাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।’

কারখানাটির চেয়ারম্যান জলিলুর রহমান বলেন, ‘আমাদের কারখানা থেকে ৬০-৬৫ লাখ টাকার মালপত্র লুট হয়েছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০