হোম > সারা দেশ > গাজীপুর

উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘রাজনীতির অর্থ স্লোগান দেওয়া না, রাজনীতি মানে শুধু সভা–সমিতি করা না, রাজনীতি মানে হলো জনগণের উন্নয়ন। আমরা সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ 

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যানসার সেন্টারের উদ্বোধন ও ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিমিন হোসেন রিমি বলেন, ‘মানুষকে সচেতন করাটাই হলো আমাদের বড় দায়িত্ব। যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের কর্মী তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘ক্যানসার প্রতিরোধে প্রচুর শাকসবজি ও ফল খাবেন। আমরা বেশি করে ফল ও সবজি খাব এবং চাষ করব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। মানুষকে সচেতন করতে হবে যে, হাত পেতে নেওয়া থেকে নিজে তৈরি করে খাওয়া বেশি জরুরি। কর্ম আমাদের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব।’ 

সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন শাহিদা আখতার। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া প্রমুখ।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০