হোম > সারা দেশ > গাজীপুর

শীতলক্ষ্যা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি শীতলক্ষ্যা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়।

আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের জেলেপাড়া এলাকা ঘেঁষা শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে শ্রীপুর পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদী দিয়ে মৃতদেহটি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। এরপর বাঁশ দিয়ে একটি প্রতিবন্ধকতা তৈরি করে মৃতদেহটি আটকিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে রাতে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় কেউ তাঁকে চিনতে পারেননি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অসিম মন্ডল আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন পেয়ে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পড়নে ছিল কালো রঙের শার্ট ও ফুল প্যান্ট।

মৃতদেহটি মুসলিম ব্যক্তির বলে জানান তিনি। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পানির স্রোতে মৃতদেহটি বহু দূর থেকে এসেছে। তিনি পানিতে ডুবে মারা গেছে, নাকি কোনো ভাবে খুন হয়েছে এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের কাজ চলছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা