হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগের দিন সোমবার সকালে আরেক নারী দগ্ধ হয়ে মারা যান।

মারা যাওয়া নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে সোমবার সকালে সীমা আক্তার (৩০) নামে আরেক নারীর মৃত্যু হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

দগ্ধ অন্য তিনজন হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান ও তানজিলা (১০)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।

এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। বাকি তিনজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে