হোম > সারা দেশ > গাজীপুর

কারখানার সীমানাপ্রাচীর ভেঙে পড়ল বসতবাড়ির ওপর, ঝুঁকিতে বহুতল ভবন 

গাজীপুরের শ্রীপুরে একটি সীমানাপ্রাচীর ভেঙে পাশের বহুতল ভবনসহ কয়েকটি বসতবাড়ির ওপর পড়েছে। এতে পাশের একটি বহুতল ভবনসহ কয়েকটি বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন রান্নাঘরে থাকা দুই গৃহিণী। 

আজ সোমবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের একসিস নামের একটি তৈরি পোশাক কারখানার সীমানাপ্রাচীর ভেঙে পড়ে। 

স্থানীয় বহুতল ভবনের মালিক আয়াতুল্লাহ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমার বহুতল ভবনের পাশ থেকে জোর করে মাটি কেটে নেওয়ায় অস্থায়ী সীমানাপ্রাচীর ভেঙে আমার বসতবাড়ির ওপর পড়ে। এতে করে আমার বসতবাড়ির কয়েকটি রুম ভেঙে পড়ে। আমার বাড়ির একটি রান্নাঘরে তখন দুজন গৃহিণী দৌড়াদৌড়ি করে দ্রুত বের হয়ে রক্ষা পায়। বহুতল ভবনের নিচ থেকে মাটি কেটে নেওয়ায় আমার ভবনটি ঝুঁকিতে রয়েছে। বহুতল ভবনের অনেক স্থানে ফাটল ধরেছে।’ 

পাশের বসতবাড়ির মালিক লাল মিয়া বলেন, ‘সীমানাপ্রাচীর ভেঙে পড়ার কারণে আমার বসতবাড়ির কয়েকটি ঘরের দেয়াল ভেঙে গেছে। এই সময়টাতে সাধারণত বসতবাড়ির ভাড়াটেরা কর্মস্থলে থাকার কারণে বড় কোনো দুর্ঘটনা হয়নি।’ 

কারখানার দায়িত্বে থাকা প্রকৌশলী আবুল হাসান বলেন, ‘আমি মাটি খননের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছি। একটু বেশি খনন হয়ে যাওয়ার কারণে দেয়াল ভেঙে পড়ে। আমরা ভবনমালিকের সঙ্গে কথা বলে পুনরায় মাটি ভরাট করে ভবন রক্ষার চেষ্টা করছি।’ 

একসিস পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ইঞ্জিনিয়ারকে ডেকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। এভাবে মাটি খনন ঠিক হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘ভবনমালিক ও বাসাবাড়ির মালিকদের ডেকে এনে এ বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ক্ষতিপূরণ দেওয়াসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। খোঁজখবর নিয়ে দেখব।’ 

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই