গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি গুদাম। গতকাল শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মিলগেট এলাকায় বিএনপি গলিতে এই আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে টঙ্গীর মিলগেট এলাকার বিএনপি গলির একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের আরো দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।
পরে ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। এতে কোনো হতাহতেরও ঘটনা ঘটেনি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।