হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতরে অবস্থিতি হাইসিকিউরিটি কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

মৃত ব্যক্তির নাম সুমন ঢালী (৪৪)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। 

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আরও জানান, সুমন ঢালী হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। আগেও তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। গত শুক্রবার রাত ১০টার দিকে সুমন ঢালী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ১০টার ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাতেই স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান জেল সুপার। আজ শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০