হোম > সারা দেশ > গাজীপুর

উত্তরায় তল্লাশি: গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী রনিসহ ৩০ জন আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ টঙ্গী ব্রিজ ও উত্তরা-আব্দুল্লাহপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এ সময় বিএনপি পরিবারের সন্তান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলামসহ ৩০ জনকে আটক করেছে উত্তরা পূর্ব থানার পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গী থেকে সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীদের নিয়ে রওনা হন তিনি। পরে উত্তরা এলাকায় তল্লাশি চৌকিতে নেতা-কর্মীসহ আটক হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী নাসির উদ্দিন।

এদিকে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হাসান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকালে টঙ্গীর নেতা-কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে রওনা হয়েছি। পথে কয়েকটি পুলিশি চেকপোস্ট ছিল।’

সরেজমিনে দেখা গেছে, উত্তরাঞ্চলের প্রায় ২৫টি জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা শুক্রবার সকাল থেকেই রাজধানীর দিকে যাচ্ছেন। বাস, ট্রাক ও ব্যক্তিগত পরিবহনে চেপেই সমাবেশে রওনা দিয়েছেন তাঁরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ এলাকা পর্যন্ত আটটি স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে অন্য দিনের চেয়ে সড়কে দূরপাল্লার যানবাহন ও গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। 

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। তাঁর সঙ্গে কথা হলে আজকের পত্রিকাকে জানান, সাপ্তাহিক ছুটির দিনেও কাজে যোগ দিতে রাজধানীর উত্তরা এলাকায় যেতে হচ্ছে তাঁকে। এ সময় তিনি বলেন, ‘আমার বাসা গাজীপুরের বোর্ড বাজার এলাকায়। উত্তরা পর্যন্ত পৌঁছাতে পুলিশ তিনটি স্থানে বাস থামিয়ে তল্লাশি করেছে। পরিচয়পত্র ও মোবাইল ফোনের কল লিস্ট দেখছে তাঁরা, যা রীতিমতো হয়রানি।’ 

গাজীপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মাহবুব উজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্ট আমাদের নিয়মিত দায়িত্বের মধ্যে রয়েছে। নাশকতা ঠেকাতেই পুলিশ পরিবহনের দিকে নজর রাখছে।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ