হোম > সারা দেশ > গাজীপুর

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর সাতাইশ শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই শ্রমিকের নাম সাদিকুল ইসলাম (৩৫)। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মধ্যবাগান গ্রামের হোসেন আলীর ছেলে। 

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আরফান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, সাদিকুল পেশায় একজন নির্মাণশ্রমিক। আজ দুপুরে ওই এলাকার ফিরোজ খানের আটতলা ভবনের তিনতলায় একটি ব্যানার টাঙাতে দড়ি বেয়ে ওপরে ওঠেন তিনি। এ সময় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে জড়িয়ে পড়েন সাদিকুল। বিদ্যুতায়িত হয়ে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘ভবনটি পরিদর্শনের জন্য আমাদের একটি দল ঘটনাস্থলে যাবে। ফায়ার সার্ভিসের আইন অমান্য হলে ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ