হোম > সারা দেশ > গাজীপুর

যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে ইজিবাইকচালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১।

জানা গেছে, নিহত সাইফুল শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ইজিবাইক চালাতেন। 

সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর ভিকটিম মো. সাইফুল ইসলামকে (২৬) অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। তাঁর গলা ও পেটে জখম করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় লোকজন সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ভাই মো. শাহ-আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। 

২৩ অক্টোবর রাতে র‍্যাব-১ রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূর্বাচল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আজিজুল ইসলাম (১৮), মো. ইমন খান (১৯), মো. মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), বিজয় আহম্মেদ (১৯), আলাউদ্দিন (৩০) ও মো. আরজু মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন। 

এই ছিনতাই চক্রের মূল হোতা আলাউদ্দিন। তিনি ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের অপর সদস্য আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকেন। তাঁরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিলেন।      

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি