হোম > সারা দেশ > গাজীপুর

খালাতো ভাইয়ের সাথে বেড়িয়ে নিখোঁজ, ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নিমতলী বালুর মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিল শিশুটি। 

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মৃত শিশুটির নাম জান্নাত (৭)। সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার দশশিখা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। জান্নাত ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। 

এ ঘটনায় জড়িত থাকায় খালাতো ভাই মোহাম্মদ জনি (১৫) ও তার বাবা ফজলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা টঙ্গীর শিলমুন এলাকার স্থানীয় বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাত গত নভেম্বর মাসে টঙ্গীতে সিলমুন জুগি বাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। গত রোববার সকালে খালাতো ভাই জনি চিপস কিনে দেওয়ার কথা বলে জান্নাতকে বাড়ির বাইরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর জনি বাসায় ফিরে এলেও জান্নাতকে পাওয়া যায়নি। পরে জান্নাতের বাবা আব্দুল মান্নান এদিন দুপুরে টঙ্গী পূর্ব থানায় শিশুটির খোঁজ চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

বুধবার পুলিশ জনি ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে বালি চাপা দেওয়ার তথ্য জানায়। তাদের দেওয়া তথ্যে পুলিশ কিশোরকে সঙ্গে নিয়ে নিমতলী এলাকার বালুর মাঠ থেকে বালি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পুলিশ আরও জানায়, খালাতো বোনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর ওই কিশোর তার বাবাকে ঘটনাটি জানায়। পরে বাবা ও ছেলে ঘটনাটি ধামাচাপা দিতে নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, সাধারণ ডায়েরির পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে ওই কিশোর ও তার বাবা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অভিযুক্তকে কিশোর আদালতে তোলা হবে।

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট