হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ ‎বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল আমিন (৪৩), তাঁর স্ত্রী তাহমিনা (৩৭) ও তাঁদের ছেলে কালাম (২২)।

উদ্ধার ‎শিশুটির বাবার নাম মো. কাশেম। শিশুটিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাহারিপাড়া এলাকা থেকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

‎সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাতেই টঙ্গী পূর্ব থানায় শিশুটির সন্ধান চেয়ে তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ওই এলাকার লোকজনদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত কালামকে শনাক্তের পর মিরপুর থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ থেকে আলিফকে উদ্ধার এবং কালামের সৎবাবা আল আমিন ও মা তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনই শিশু অপহরণ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণের মামলা রয়েছে। তাঁদের শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত