হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ঘরোয়া বৈঠক থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী আটক

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় অভিযান চালিয়ে অর্ধশত নেতা–কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করার পর তাঁদের টঙ্গী পূর্ব থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বিএনপির নেতা–কর্মীদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটকদের সঠিক সংখ্যা বলতে পারেননি তিনি। শুধু বলেছেন, আটক নেতা–কর্মীর সংখ্যা অর্ধশতাধিক হবে।

শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর নিজ বাসভবন প্রাঙ্গণে টঙ্গীর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আলোচনা হচ্ছিল। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে নিরপরাধ নেতা-কর্মীদের আটক করেছে।

সালাহ উদ্দিন সরকার আরও বলেন, প্রস্তুতি সভা চলাকালে বিপুলসংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে। পরে সন্ধ্যায় পুলিশ বাড়িতে ঢুকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আটক নেতা-কর্মীদের মধ্যে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদও রয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, সভা থেকে তাঁকেও আটক করে পুলিশের গাড়িতে ওঠানো হয়। পরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০