হোম > সারা দেশ > গাজীপুর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি যুবক 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সংসারের দারিদ্র্য ঘোচাতে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক যুবক। দীর্ঘ সাত বছর প্রবাসজীবন পার করলেও গতকাল মঙ্গলবার রাতে আসে তাঁর মৃত্যুর খবর। এ খবরে মাতম শুরু হয় পরিবারে।

নিহত আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। দেশে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার বলছে, দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় আসাদ মোড়ল নিহত হয়েছেন। গত রোববার আফ্রিকার ক্যাপটাউনের মালমেসবুরি টাউনে সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাকিব মোড়ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম।

স্বজনেরা বলছেন, ঘটনার দিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন আসাদ। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সাত বছর যাবৎ আসাদ ওই দেশে বসবাস করছেন। আগামী এক বছর পর তাঁর দেশে ফেরার কথা ছিল।’

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের বরাত দিয়ে নিহতের ছেলে সাকিব মোড়ল জানান, মালমেসবুরি ক্যাফের একটি বেকারিতে কাজ করতেন তাঁর বাবা আসাদ। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

তাঁর মরদেহ আনার জন্য দেশে সব ধরনের প্রক্রিয়া চলছে বলেও জানান নিহতের ছেলে সাকিব মোড়ল।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি