হোম > সারা দেশ > গাজীপুর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি যুবক 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সংসারের দারিদ্র্য ঘোচাতে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক যুবক। দীর্ঘ সাত বছর প্রবাসজীবন পার করলেও গতকাল মঙ্গলবার রাতে আসে তাঁর মৃত্যুর খবর। এ খবরে মাতম শুরু হয় পরিবারে।

নিহত আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। দেশে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার বলছে, দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় আসাদ মোড়ল নিহত হয়েছেন। গত রোববার আফ্রিকার ক্যাপটাউনের মালমেসবুরি টাউনে সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাকিব মোড়ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম।

স্বজনেরা বলছেন, ঘটনার দিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন আসাদ। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সাত বছর যাবৎ আসাদ ওই দেশে বসবাস করছেন। আগামী এক বছর পর তাঁর দেশে ফেরার কথা ছিল।’

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের বরাত দিয়ে নিহতের ছেলে সাকিব মোড়ল জানান, মালমেসবুরি ক্যাফের একটি বেকারিতে কাজ করতেন তাঁর বাবা আসাদ। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

তাঁর মরদেহ আনার জন্য দেশে সব ধরনের প্রক্রিয়া চলছে বলেও জানান নিহতের ছেলে সাকিব মোড়ল।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ