হোম > সারা দেশ > গাজীপুর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি যুবক 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সংসারের দারিদ্র্য ঘোচাতে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক যুবক। দীর্ঘ সাত বছর প্রবাসজীবন পার করলেও গতকাল মঙ্গলবার রাতে আসে তাঁর মৃত্যুর খবর। এ খবরে মাতম শুরু হয় পরিবারে।

নিহত আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। দেশে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার বলছে, দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় আসাদ মোড়ল নিহত হয়েছেন। গত রোববার আফ্রিকার ক্যাপটাউনের মালমেসবুরি টাউনে সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাকিব মোড়ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম।

স্বজনেরা বলছেন, ঘটনার দিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন আসাদ। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সাত বছর যাবৎ আসাদ ওই দেশে বসবাস করছেন। আগামী এক বছর পর তাঁর দেশে ফেরার কথা ছিল।’

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের বরাত দিয়ে নিহতের ছেলে সাকিব মোড়ল জানান, মালমেসবুরি ক্যাফের একটি বেকারিতে কাজ করতেন তাঁর বাবা আসাদ। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

তাঁর মরদেহ আনার জন্য দেশে সব ধরনের প্রক্রিয়া চলছে বলেও জানান নিহতের ছেলে সাকিব মোড়ল।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার