হোম > সারা দেশ > গাজীপুর

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইকবাল হোসেন (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলীর ছেলে।

র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর কারাবন্দীরা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। কারাগারে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের জিম্মি করে কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মামলার এজাহারভুক্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনকে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদে শ্রীপুরে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত