হোম > সারা দেশ > গাজীপুর

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইকবাল হোসেন (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলীর ছেলে।

র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর কারাবন্দীরা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। কারাগারে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের জিম্মি করে কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মামলার এজাহারভুক্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনকে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদে শ্রীপুরে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব