হোম > সারা দেশ > গাজীপুর

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইকবাল হোসেন (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলীর ছেলে।

র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর কারাবন্দীরা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। কারাগারে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের জিম্মি করে কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মামলার এজাহারভুক্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনকে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদে শ্রীপুরে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি