হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে এসব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার সন্ধ্যায় নৌযান বন্ধের বিষয়টি নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলাগুলোর মধ্যে যেসব জেলায় নৌপথ রয়েছে সেগুলো আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযান এ আদেশর বাইরে থাকবে।

লকডাউন এলাকায় ট্রেন বন্ধের বিষয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজকের পত্রিকাকে বলেন, 'লকডাউন এলাকার রেল স্টেশনসমূহ বন্ধ রাখা হবে। যাতে স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে না উঠতে পারে। তবে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে না। বর্তমানে রাজশাহীসহ অনেক জায়গায় লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ রেখেছি।'

লকডাউন এলাকায় দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি