হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে সিসা তৈরির কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে আজ বুধবার দুপুরে অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ সিসা তৈরির কারখানায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় কারখানাটি বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ওই কারখানায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গেলি ইন্ডাস্ট্রি নামের কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানান সমস্যা দেখা দিচ্ছে। আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এসব বিষয় মাথায় রেখে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক মো. নূরুল আমিন বলেন, কারখানাটিকে অনেক আগে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে তা বাতিল করা হয়। বর্তমানে তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা