হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিআরটি প্রকল্পের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস এলাকার উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক রাম কৃষ্ণ সাহা (৩২) ও রাইট শেয়ারিং অ্যাপ পাঠাও-এর চালক দিদারুল আলম দিনার (৩৪)। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রাম কৃষ্ণ সাহার বাবার নাম রবীন্দ্র নাথ সাহা। রাম কৃষ্ণ সাহা ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ হাউজিংয়ের বাসিন্দা। অপর দিকে মোটরসাইকেলের চালক দিদারুল আলম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বড়বিনাইলচড় গ্রামের মৃত আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাইট শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলে চেপে ঢাকার মোহাম্মদপুর থেকে গাজীপুরের শিমুলতলী এলাকায় যাচ্ছিলেন ডুয়েটের শিক্ষক রামকৃষ্ণ সাহা। মোটরসাইকেলটি বিআরটি প্রকল্পের উড়াল সেতু দিয়ে টঙ্গীর কাদেরিয়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রভাতী বনশ্রী নামের বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঠাও চালক দিদারুল নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। 

পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক রামকৃষ্ণ সাহাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসের চালককে আটক করতে পারেনি পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পুলিশ কাজ করছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ