হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ আহত ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দোকানের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকার সিডিএল ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন জামান, দেলোয়ার ও আট বছর বয়সী শিশু দীন মোহাম্মদ। আহতদের উদ্ধার করে টঙ্গীরে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকাগামী লেনের মন্নু গেট এলাকায় বিআরটি প্রকল্পের ভারী মালামাল একটি ক্রেন দিয়ে ওপরে তোলা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেন উল্টে রাস্তার পাশে থাকা দোকানের ওপর পড়ে যায়। এতে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকা গামী রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোমিন আলী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে। গাজীপুর থেকে ঢাকামুখী সড়কটির যে অংশে ক্রেন রয়েছে, তার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে যানবাহন। দ্রুতই উদ্ধারকাজ শুরু হবে। 

বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২