হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক সাংবাদিকের বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে টঙ্গী থানার তিলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, এতে ১৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট হয়েছে। 

ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক হলেন তিলারগাতি এলাকার মনির উদ্দিন। তিনি টঙ্গী থানা প্রেসক্লাবের সদস্য। এ ছাড়া তিনি একটি সংবাদপত্রে কাজ করেন। 

ডাকাতি হওয়ার ঘটনা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’ 

মনির উদ্দিন জানান, আজ ভোররাতে ৮-১০ জনের মুখোশধারী একটি দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাত দলের সদস্যরা পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ির সবার চোখ, হাত-পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে তারা। এ সময় ১৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিভিন্ন আলামত জব্দ করেন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ