হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চলন্ত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে জেনারেটর বগি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আগুনে পুড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের বগি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে লাগা আগুন ২৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে যায়।’

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ‘ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার শুরু করে। তখন আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দিই।’

আগুনে পুড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের বগির ভেতরের অংশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আগুন অনন্য বগিতে যেন ছড়িয়ে না পড়ে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন:

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক