হোম > সারা দেশ > গাজীপুর

কলেজ ক্যাম্পাসে সাড়ে ৩ হাজার গাছ লাগিয়েছেন অধ্যক্ষ

প্রতিনিধি, শ্রীপুর

গাছের প্রতি তাঁর গভীর টান। বাড়ির পাশাপাশি সহকর্মীদের নিয়ে কর্মস্থলেও সাড়ে ৩ হাজারের বেশি গাছ লাগিয়ে গড়ে তুলেছেন সবুজের সমারোহ। দিনের বেশির ভাগ সময় তিনি এ বাগানেই কাটান।

বলছি শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আবুল খায়েরের কথা। বৃক্ষপ্রেমী একেএম আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাঁর বাবা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ছিলেন।

আবুল খায়েরের ১৯৯৩ সাল থেকে মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

নিজে গাছ লাগানোর পাশাপাশি তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদেরও সব সময় গাছ লাগাতে উৎসাহ দেন। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে কলেজ ক্যাম্পাসের ফাঁকা জায়গায় গড়ে তুলেছেন নানা বৃক্ষের সমন্বয়ে সবুজের সমাহার। 

অধ্যক্ষ বলেন, পৃথিবীকে বাসযোগ্য, সবুজ ও শীতল রাখতে বৃক্ষ ভূমিকা রাখে। সবুজের অরণ্য ঘেরা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের বিকল্প নেই। বৃক্ষই আমাদের সুস্থ ভাবে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে। কলেজ ক্যাম্পাসে লাগানো সাড়ে ৩ হাজার গাছের মধ্যে ১৭ ধরনের ফল, ৭ ধরনের ওষুধি, ৬ ধরনের কাঠ, ২১ ধরনের ফুল এবং ১৩ ধরনের শোভাবর্ধনকারী গাছ রয়েছে বলেও তিনি জানান। 

আবুল খায়ের আরও বলেন, এখন গাছ লাগানোর উপযুক্ত মৌসুম। তাই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করছি। তাই কলেজের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষ রোপণ করা হচ্ছে। করোনার কারণে কলেজ বন্ধ থাকলেও বৃক্ষের পরিচর্যা করতে নিয়মিত কলেজে আসে। 

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ