হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পুবাইল থানাধীন রেলগেট এলাকায় কাভার্ড ভ্যান–অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়দের বরাতে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে পুবাইলের দিকে আসছিল। এ সময় কালীগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়। 

স্থানীয়রা হতাহতদের চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আরও একজন মারা যান। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান উপপুলিশ কমিশনার মাহবুব উজ জামান।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ