হোম > সারা দেশ > গাজীপুর

মামলার খোঁজ নিতে আদালতে বরখাস্ত মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

মানহানি মামলার খোঁজ নিতে আদালতে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। আজ রোববার সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ নতুন দিন ধার্য করেন।

গত বছর জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির কারণে জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। পরে নানা অনিয়মের অভিযোগ এনে তাঁকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এরপর গত বছরের ২৮ নভেম্বর জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে গাজীপুর আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জিএমপির ডিবিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। 

জাহাঙ্গীর আলম বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন গল্প সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগে দায়ের করা হয়েছে। আজ মামলাটি কি অবস্থায় আছে, তা জানার জন্য নিজেই আদালতে খোঁজ নিতে এসেছি।’ 

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘এমন মিথ্যা মামলা বা অভিযোগ করে যেন কাউকে হয়রানি না করা হয়।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ