হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের বিসমিল্লাহ স্পিনিং মিলসে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিটকে প্রস্তুত রাখা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বর্তমানে তিনটি ইউনিট কাজ করছে। আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিতে রাস্তায় রয়েছে।’ 

এ নিয়ে বিসমিল্লাহ স্পিনিং মিলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপর সাড়ে ১২টার দিকে কারখানার পশ্চিম পাশের একটি শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার পুরো শেডে ছড়িয়ে পড়ে। শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করেছেন।’ 

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আমজাদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে কারখানার দিকে রওনা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা