গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মো. নাইম রাজ (২৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী আরোহী। আজ বৃহস্পতিবার উপজেলার কান্দানিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
নাইম রাজ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে এবং রাজধানীর উত্তরা টেকনিক্যাল কলেজের বিএসসির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ৩টার দিকে কাপাসিয়া-বরুন-ভাকোয়াদি দিয়ে মো. নাইম ওক নারী শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কাপাসিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কান্দানিয়া চৌরাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১৪০৭৯৬) তাঁকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয় এবং সঙ্গী নারী আরোহী গুরুতর আহত হন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁদের দ্রুত উদ্ধার করে এবং চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’