হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ১৫২ বোতল দেশি মদসহ ৯ জন আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে মদসহ গ্রেপ্তার ৯ জন। ছবি: আজকের পত্রিকা।

গাজীপুরের টঙ্গী বাজার থেকে বিপুল পরিমাণ দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল। আজ শুক্রবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— যাদব বর্মণ, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, শহিদুল ইসলাম, মো. সোহেল, মো. আরিফ, মো. শাহিন এবং মো. অপু।

এ সময় তাঁদের কাছ থেকে ১৫২ বোতল (৮০ লিটার) দেশি মদ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মসলা পট্টিতে অভিযান চালিয়ে ১৫২ বোতল দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি