হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পুলিশের পাঁচ এসআইকে হঠাৎ বদলি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) জনবলের সংকট দেখিয়ে হঠাৎ পাঁচ পুলিশ সদস্যকে জিএমপিতে সংযুক্ত (বদলি) করা হয়েছে। যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সজীব দেবনাথ, মমিনুল ইসলাম, মেহেদী হাসান ও শুভ মন্ডল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জানতে চাইলে ওসি শাহ আলম বলেন, ‘ওই পাঁচজন এসআইকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত করা হয়েছে এবং পরে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁদের দায়িত্বে পাঠানো হবে। আমি মৌলিকভাবে এ বিষয়ে জেনেছি।’

উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘ইজতেমার প্রায় দুই মাস বাকি। সঠিকভাবে জানি না কেন আমাদের প্রতি এমন আদেশ দেওয়া হলো। পাঁচজনের মধ্যে তিনজন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন। আমি ও এসআই শুভ মন্ডল এখনো যোগ দিইনি। আমি শারীরিকভাবে অসুস্থ। তবে বিট পুলিশিংয়ের কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে আমাদের সরিয়ে নেওয়া হয়েছে কি না, এটি এখনো জানি না।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে পাঁচজন উপপরিদর্শককে (এসআই) সংযুক্ত করা হয়েছে। বিট পুলিশিংয়ের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় বদলির প্রশ্নে তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার বিষয়টি সঠিক নয়। এটি স্বাভাবিক ব্যাপার।’

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব