হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পুলিশের পাঁচ এসআইকে হঠাৎ বদলি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) জনবলের সংকট দেখিয়ে হঠাৎ পাঁচ পুলিশ সদস্যকে জিএমপিতে সংযুক্ত (বদলি) করা হয়েছে। যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সজীব দেবনাথ, মমিনুল ইসলাম, মেহেদী হাসান ও শুভ মন্ডল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জানতে চাইলে ওসি শাহ আলম বলেন, ‘ওই পাঁচজন এসআইকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত করা হয়েছে এবং পরে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁদের দায়িত্বে পাঠানো হবে। আমি মৌলিকভাবে এ বিষয়ে জেনেছি।’

উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘ইজতেমার প্রায় দুই মাস বাকি। সঠিকভাবে জানি না কেন আমাদের প্রতি এমন আদেশ দেওয়া হলো। পাঁচজনের মধ্যে তিনজন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন। আমি ও এসআই শুভ মন্ডল এখনো যোগ দিইনি। আমি শারীরিকভাবে অসুস্থ। তবে বিট পুলিশিংয়ের কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে আমাদের সরিয়ে নেওয়া হয়েছে কি না, এটি এখনো জানি না।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে পাঁচজন উপপরিদর্শককে (এসআই) সংযুক্ত করা হয়েছে। বিট পুলিশিংয়ের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় বদলির প্রশ্নে তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার বিষয়টি সঠিক নয়। এটি স্বাভাবিক ব্যাপার।’

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য