হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।

‎পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ অসদাচরণের অভিযোগ এনে এক শ্রমিককে ছাঁটাই করেন। এতে কারখানাটির অন্য শ্রমিকেরা সোমবার দিনভর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

‎পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা বাড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। দুপুরে শ্রমিকেরা সড়ক ছেড়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।

‎বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই। অসদাচরণ করলে কারখানা কর্তৃপক্ষ যে কাউকেই ছাঁটাই করতে পারে। ‎

‎গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, দিনভর কারখানার সামনে অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান। বিষয়টি সমাধান করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানামালিক তাঁর নেওয়া সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছেন।

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত