হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিএনপি নেতাকে গ্রেপ্তারে বাধা দেওয়ায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার সাব্বির হোসেন গাজীপুর মহানগরীর ৫৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া গতকাল রাতেই বিএনপি নেতা শিশির সরকারকেও গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য। 

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সোমবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।’ 

থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, ‘টঙ্গী পূর্ব থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা শিশির সরকারকে গতকাল রাতে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির বাধা দেন। পরে পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করে।’ 

এসআই আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন। গ্রেপ্তারের সময় সাব্বিরের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তাঁর বিরুদ্ধে আজ সকালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।’ 

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু বলেন, ‘সাব্বির ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওই ওয়ার্ডে নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ