হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের বেহাল দশা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রায় পাঁচ শতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় পাঁচ লক্ষাধিক শ্রমিক। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে টঙ্গীর মন্নু গেট এলাকায় স্থাপিত হয় টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্র।

টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরায় বর্তমানে একটি ভাড়া করা ভবনে কার্যক্রম চলছে। 

শ্রম কল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০০২ সালে টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু দুই দশক পেরিয়ে গেলেও ভবনটি পুনর্নির্মাণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

সরেজমিনে দেখা যায়, একতলা ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরেছে। ছাদেও একাংশের ভবন তৈরিতে ব্যবহৃত রড বের হয়ে আছে। কোথাও কোথাও দেয়ালের ইট ধসে পড়েছে। ভবনের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার না করায় জন্ম নিয়েছে মশা।

নাম প্রকাশহীন শর্তে কেন্দ্রটির এক কর্মকর্তা বলেন, ‘ভবনটির ভেতরে কাজ করা সম্ভব নয়। তাই গত ডিসেম্বরে পার্শ্ববর্তী একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে শ্রমিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’ 

স্থানীয় দোকানি হেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর মাদকসেবীরা ভবনটির ভেতরে মাদকদ্রব্য সেবন করে। ভবনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় ছিনতাইকারীরা ছিনতাইয়ের আগে ও পরে এখানে অবস্থান করে।’ 

টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার বলেন, ‘ঝুঁকি থাকায় ভবনটি পুনর্নির্মাণ না করা পর্যন্ত পাশেই একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।’ 

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ