হোম > সারা দেশ > গাজীপুর

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: জিসিসির সাবেক মেয়র জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

নিজের প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করে নিজেরা মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ বরাদ্দ দেন। এভাবে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে জাহাঙ্গীরের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশনের প্রায় ৫৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ ও কমিশন বাণিজ্যের অভিযোগে দুদক অনুসন্ধানে নামে। সে সময় তাঁর নিজের এবং তাঁর পরিবারের নামে থাকা অন্তত ৩২টি ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জব্দ করা হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তির অভিযোগে ২০২১ সালের নভেম্বর মাসে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে অব্যাহতি শেষে আবারও সক্রিয় হতে চাইলেও দলীয় মনোনয়ন পাননি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি