হোম > সারা দেশ > গাজীপুর

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টারবাড়ি এলাকায় কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গত ৯ মে রাতে সিয়াম নামের এক কলেজছাত্রকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাস থেকে ফেলে দিলে বাসের চাপায় সে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

অবরোধকারীরা কলেজছাত্র সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন। এ সময় উত্তেজিত জনতা একটি বাস ভাঙচুর করে। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট