হোম > সারা দেশ > গাজীপুর

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টারবাড়ি এলাকায় কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গত ৯ মে রাতে সিয়াম নামের এক কলেজছাত্রকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাস থেকে ফেলে দিলে বাসের চাপায় সে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

অবরোধকারীরা কলেজছাত্র সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন। এ সময় উত্তেজিত জনতা একটি বাস ভাঙচুর করে। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার