হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম ইতি বেগম (২১)। তিনি গাইবান্ধার সাঘাটা থানার আটঘরিয়া গ্রামের আবদুল ওয়ারেছের মেয়ে। তিনি টঙ্গীর পাগাড় এলাকার জনৈক মোজাফররের ভাড়া বাড়িতে একাই বাস করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইতি টঙ্গীর বিনিময় লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার বিকেলে কারখানায় কাজ শেষে বাসায় ফিরে আসেন ইতি। রাতে ভাই আবদুর রাজ্জাকের কাছে মোবাইল ফোনে টাকা ধার চান। পরে মধ্যরাতে পাশের ভাড়াটিয়ারা ইতির কক্ষে গেলে তাঁকে নিথর অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা তার ভাই রাজ্জাককে খবর পাঠায়।

খবর পেয়ে রাজ্জাক ইতিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বিষপানে ইতির মৃত্যুর বিষটি জানালে টঙ্গী পূর্ব থানা-পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়।

নিহতের ভাই আবদুর রাজ্জাক বলেন, ‘গতকাল রোববার রাতে আমার কাছে ফোন করে কয়েক হাজার টাকা চায় ইতি। রাত ১২টার দিকে আশপাশের লোকজন ইতির নিধর দেহ ঘরে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। আমি ওই বাসায় গিয়ে বোনকে হাসপাতালে নেই।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বিষপান করে ইতি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার দুপুরে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২