গাজীপুরের টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকার একটি কারখানায় আগুন নিয়ন্ত্রণের কয়েক ঘণ্টা পর মিলগেট মাছিমপুর নামাবাজারে শতাধিক তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে আগুন লাগে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে তুলার গুদামে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছেন।