হোম > সারা দেশ > গাজীপুর

আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধির ওপর দুর্বৃত্তদের হামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসানের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় এলাকার রূপায়ন সিটির বিপরীত পাশে দুই দফায় হামলা চালানো হয়।

হামলার পরপরই উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা হাসানকে সেখান থেকে উদ্ধার করে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সংবাদকর্মীদের সেখানে সদস্য করতে দাবি জানান নুরুল আমিন হাসান। তবে প্রেস ক্লাবের একটি কুচক্রী মহল পেশাদার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, হলমার্ক কেলেঙ্কারির আসামিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারীদের সদস্য করে। এ নিয়ে প্রতিবাদ করেন হাসান। অভিযোগ ওঠে, এরই জেরে বুধবার (৯ নভেম্বর) উত্তরা প্রেসক্লাব নামের একটি মেসেঞ্জার গ্রুপে তুরাগের মিরাজ শিকদার ও দক্ষিণখানের তাসলিমা তমা সাংবাদিক হাসানকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পেটানোর হুমকি-ধমকি দেন। পরে শুক্রবার (১১ নভেম্বর) সাংবাদিক হাসান উত্তরা প্রেস ক্লাবে গেলে হামলা চালায় দুর্বৃত্তরা।

সাংবাদিক নুরুল আমিন হাসান বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের প্রাঙ্গণে যাওয়ার পরই পরিস্থিতি ঘোলাটে দেখতে পাই। আমি চলে আসার চেষ্টা করলে তমা ও মিরাজ শিকদারসহ ওদের সহযোগীরা এলোপাতাড়ি মারধর শুরু করে।’

হাসান আরও বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র বহির্ভূতভাবে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ব্যতীত এক সিদ্ধান্তে কিছু ভুঁইফোড় এবং সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের নতুন সদস্য করা হয়। যার কারণে প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে গ্রুপ হয়ে আমার ওপর হামলা চালানো হয়।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সাংবাদিক হাসানকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ দিলে মামলা হবে।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ